শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৪:২৫:৪১

খালেদার যাত্রাপথে নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

খালেদার যাত্রাপথে নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের পথে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাত্রাপথে নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় খালেদা জিয়ার সামনে শোডাউন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা পর্যন্ত এ শোডাউন করে নেতাকর্মীরা।  

সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত হাজারো নেতাকর্মী পথের দুপাশে দাঁড়িয়ে নেত্রীর সফরকে সফল করতে নানা স্লোগান দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রবেশ করে দুপুর ১২টা ৪৬ মিনিটে। দলীয় নেতাকর্মীদের ভীড়ের কারণে যানবাহনের ট্রাফিক জ্যামে কাঁচপুর সেতু এলাকা অতিক্রম করতেই সময় লেগে যায়, প্রায় ৩০ মিনিট। দুপুর ১টা ২০ মিনিটের সময় কাঁচপুর সেতুর পূর্ব পাশ অতিক্রম করেন বিএনপি নেত্রী।  

সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, সোনারগাঁয়ের কাঁচপুর সেতুর উভয়পাশে, বন্দরের মদনপুর, সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা, সোনারগাঁয়ের মেঘনা সেতু বিভিন্ন পয়েন্টে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীরা পথের দুপাশে অবস্থান নেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা ও তাদের অনুগত নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন নেত্রীর আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন, ছবি নিয়ে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে শতাধিক মোটরবাইক নিয়েও নেতাকর্মীরা খালেদা জিয়াকে নারায়ণগঞ্জ পার করে দেন।  

শোডাউনে আলাদা আলাদাভাবে বিভিন্ন স্পটে নেতাকর্মী নিয়ে অবস্থান করতে দেয়া যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকার, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন সালুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে