সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৮:৫৮:১০

আদালতে সেই শিশুর কান্না, কাঁদলো সবাই!

আদালতে সেই শিশুর কান্না, কাঁদলো সবাই!

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা রেলস্টেশন থেকে কুড়িয়ে পাওয়া শিশুটির অভিভাবক না পাওয়ায় সেফহোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার শিশুটিকে আদালতে নিয়ে গেলে তখনও কাঁদছিল সে। আদালতে শিশুটির কান্না দেখে উপস্থিত লোকজনের চোখে পানি চলে আসে। তখন উপস্থিত সবাই কেঁদে ফেলেন।

সোমবার দুপুরে কুড়িয়ে পাওয়া শিশুটিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে হাজির করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় শিশুটিকে সেফহোমে রাখার নির্দেশ দেন বিচারক।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি কামাল উদ্দিন জানান, রোববার শিশুটি পাগলা রেলস্টেশন এলাকায় কান্না করছিল। এ সময় স্থানীয় লোকজন শিশুটিকে নিয়ে আশেপাশে তার অভিভাবকের খোঁজ করেন।

শেষ পর্যন্ত শিশুটির কোনো অভিভাবক না পেয়ে থানায় রেখে যান স্থানীয়রা। শিশুটির বয়স ৩ বছর। নাম-ঠিকানা কিছুই বলতে পারে না সে। পরে কুড়িয়ে পাওয়া শিশুটিকে আদালতে হাজির করলে সেফহোমে রাখার নির্দেশ দেন আদালত।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে