নূর হোসেনকে কারাগারে প্রেরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
শুক্রবার দুপুরে তাকে নারায়াণগঞ্জ মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুর আড়ইটার দিকে জেলা পুলিশ লাইন্স থেকে আদালতে নেয়া হয় নূর হোসেনকে। এরপর তাকে নারায়াণগঞ্জ মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার র্যাব সদর দফতর থেকে পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তায় তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সকালে জানান, নূর হোসেনকে জেলা পুলিশ লাইন্সে রাখা হয়েছে। যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৩৩ মিনিটে যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নূর হোসেনকে হস্তান্তর করে ভারত।
পরে সেখান থেকে র্যাব হেফাজতে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নিয়ে আসা হয় ঢাকার উত্তরার র্যাব সদর দফতরে। সেখানে সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তার কাছে নূর হোসেনকে হস্তান্তর করে র্যাব।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জন এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায়।
এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুনের মামলায় র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এমএম রানা, নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চার্জশিট দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে নূর হোসেনসহ ১৩ জনকে পলাতক দেখানো হয়। ২০১৪ সালের ১৪ জুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকার একটি বাসা থেকে নূর হোসেনসহ তার দুই সহযোগী সেলিম, সুমনকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�