শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৫:৫৯:০০

বিউটির ক্ষোভ

 বিউটির ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বামী হত্যার প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ড না চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। শুক্রবার নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিউটি বলেন, মামলাগুলোতে যেভাবে নূর হোসেনের ভূমিকা দেখানো হয়েছে, তাতে সে আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসতে পারে। অথচ সে হচ্ছে সাত খুনের মুল পরিকল্পনাকারী। তাকে জিজ্ঞাসাবাদ না করে কীভাবে মামলার চার্জশিট পূর্ণাঙ্গ হয়? তাকে রিমান্ডে নিলে এর সাথে আর কারা কারা জড়িত তা বের হয়ে আসতো। তিনি প্রশ্ন রাখেন, নজরুলের এমন কি অপরাধ ছিল যে, তাকে হত্যা করে পানির নিচে লুকিয়ে রাখতে হবে। তার অপরাধ থাকলে আইনের আওতায় আনতে পারতো। এসময় বিউটি ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নূর হোসেনকে নারয়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে ১১ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র‌্যাব-১১-এর কতিপয় সদস্য। পরে শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় সাতজনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। ঘটনার ১১ মাস পর গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা (জেলা গোয়েন্দা পুলিশ) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, চাকরিচ্যুত সাবেক র‌্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। তাদের মধ্যে ২২জন গ্রেফতার হয়েছে। নূরের পর বাকি ১২ জন এখনো পলাতক। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে