শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১২:০২:৫০

ফাঁসির স্লোগানে নূর হোসেনের হাসি!

ফাঁসির স্লোগানে নূর হোসেনের হাসি!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঘড়ির কাঁটা তখন দুপুর আড়াইটার ঘরে। বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হ্যালমেট আর সাদা-নীলের চেক ফুল টি-শার্ট পরিহিত নূর হোসেনকে পুলিশ বেষ্টনীতে নারায়ণগঞ্জ আদালতে নামানো হয়। জনতার পাশাপাশি সংবাদকর্মীদেরও ভিড় ছিল। নিহতের পরিবার ও তাদের স্বজনরা জুতা হাতে নূর হোসেনের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিলেন। এরই মধ্যে কেউ একজন জুতা ছুঁড়ে মারেন নূর হোসেনের দিকে। এসময় উৎসুক লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাপে ‌‘ও মা’ বলে চিৎকার করে উঠেন নূর হোসেন। এ সময় তাকে বেশ বিমর্ষই দেখাচ্ছিল। এরই মধ্যে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরক্ষণেই হাসি ফুটে উঠে নূর হোসেনের মুখে। আদালতের বাইরে তখনো ফাঁসির স্লোগান চলছিল। অবশ্য এমন কোনো আদেশের অপেক্ষায় ছিলেন নূর হোসেন। কাঠগড়া থেকে নামানোর পর হাসি মুখেই পুলিশ বেষ্টনীর মধ্যে আদালত ত্যাগ করেন সাত খুনের এই আলোচিত কিলার। অথচ এমন নির্মম ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছিল গোটা দেশবাসী। নাড়া দিয়েছিল গোটা বিশ্বকেও। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে