শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৫০:৪৩

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

  বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনকালে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় জেলা বিএনপির নেতাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শুক্রবার বেলা ১১টায় চাষাড়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ নেতাকর্মীরা প্যারাডাইজ ক্যাবলের সামনে কালো পতাকা নিয়ে অবস্থান নেন। পরে পুলিশ এসে ধাওয়া দিলে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। এ সময় একদল নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল মূল সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির সভাপতির পক্ষে সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা একই স্থানে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মূল সড়কে উঠতে না পেরে শহরের গলাচিপা রেললাইন, নন্দিপাড়া হয়ে দেওভোগ পর্যন্ত মিছিল করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

একই সঙ্গে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বেলা ১১টায় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সেখানেও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। জেলা বিএনপির সহসভাপতি আজাদ বিশ্বাস ও দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে