নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে মানবিক দিক বিবেচনায় হকার বসার নির্দেশ দিয়েছেন এমপি শামীম ওসমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে না খাইয়ে রাখার রাজনীতি করেন না। দেশের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেয়ার রাজনীতি করেন তিনি। সেই নেত্রীর দেশে এভাবে হকারদের পেঠে লাথি মারা হবে সেটা সহ্য করা হবে না।
সোমবার বিকেলে শহরের চাষাঢ়ায় সলিমুল্লাহ সড়কে হকারদের সমাবেশে শামীম ওসমান ওই নির্দেশ দেন। এতে কয়েক হাজার হকার ও তাদের পরিবারের লোকজন বিভিন্ন ধরনের প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে হাজির হন। সেখানে বক্তব্যে হকার নেতারা পুর্নবাসনের আগে ফুটপাতে বসার দাবি তুলে তিনি বলেন, 'হকার বসবে, এটা শামীম ওসমানের নির্দেশ'।
বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিপিবি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় হকার্স ইউনিয়নের সদস্য কবির হোসেন, ইকবাল হোসেন, আবদুর রহিম মুন্সী, আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তব্যের শুরুতেই শামীম ওসমান বলেন, যারা ক্ষুধার জ্বালা বুঝবে না তারাই হকারদের উচ্ছেদ করে। ২ বেলা না খেয়ে থাকুন দেখবেন বুঝবেন না খাওয়ার কষ্ট কী। আমিও চাই না ফুটপাতে হকার থাকুক। এভাবে হকার উচ্ছেদ সমুচিত না। অন্তত ২ মাস আগে তাদের নোটিশ দেয়া প্রয়োজন ছিল না। আর কোনো কোনো মৌসুম এলেই হকারদের উপর অত্যাচার হয়। ঈদের সময়ে, নববর্ষ আর শীতের সময়েই কেন হকারদের উচ্ছেদ হয়? হকার উচ্ছেদ করে দিলাম কিন্তু কেউ চিন্তা করলাম না ওই হকার আজ কী খাবে আগামীকাল কী খাবে।
শামীম ওসমান বলেন, ‘আমার বড় ভাই সেলিম ওসমান চিঠি দিয়েছিলেন। সিটি করপোরেশনের কর্মচারী দিয়ে উত্তর দিয়ে দিবেন এটা হতে পারে না। উনি ভদ্র মানুষ। কিন্তু আমি সেলিম ওসমান না আমি শামীম ওসমান এটা মনে রাখতে হবে। আমার ছোটবোন বলেছে আমি নাকি ২৫ কোটি টাকা খরচ করেছি। দোয়া করবেন যাতে আগামীতে আমি ২৫ শ' কোটি টাকা খরচ করতে পারি। কারণ আমাদের খরচ করার মানসিকতা আছে। যদি হকারদের জন্য মার্কেট করতে হয় তাহলে সেটা সিটি করপোরেশন করবে। কারণ এটা তাদের দায়িত্ব। যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদের জবাব দিতে ২ মিনিটও লাগবে না শামীম ওসমানের। কিন্তু আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছেন। আল্লাহ আমাকে অনেক রহমত দিয়েছে। আমি শামীম ওসমান নির্দেশ দিলাম আগামীকাল (১৬ জানুয়ারি) বিকেল ৫টা হতে শহরে হকার বসবে। আর আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত হকার বসবে একটি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে। এর মধ্যে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমাকেও ডাকতে পারেন। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই কোনো পুলিশ লাথি তো দূরের কথা গালিও দিতে পারবে না। আর হকারদের বলবো যদি আমাদের কেউ মারধর করে মার খাবেন তার পর দেখবেন শামীম ওসমান এর পাল্টা জবাব কী নেয়। এটা আমার কোনো হুকুম বা আদেশ না এটা আমার নির্দেশ। হকারদের বিকল্প ব্যবস্থা না করে যদি উঠানোর চেষ্টা করেন তাহলে সেটা হবে শামীম ওসমানের মৃত্যুর পর মৃত্যুর আগে না।
হকারদের নিয়ে বিএনপির কোননোআগ্রহ না থাকারও সমালোচনা করেন শামীম ওসমান। বলেন, আমি মনে করেছিলাম ২৫ দিনে হকার ইস্যুতে বিএনপি অনেক কিছু করবে। কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি। তারা যেহেতু ২৫ দিনেও পারেনি সেহেতু আগামী ২০১৮ সালের নির্বাচনেও পারবে না। বিএনপির এমন কাপুরুষত্ব রাজনীতি প্রমাণিত।
আইভীর বিরুদ্ধে ওয়ার্ডবাসীর সড়ক অবরোধ, বিক্ষোভ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম খান বাবুর বিরুদ্ধে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে সিটি করপোরেশন ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ১৭ নং ওয়ার্ডবাসী।
সোমবার সকাল ১১ টা থেকে প্রায় ১ ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওয়ার্ডবাসীর হাতে আইভীর বিরুদ্ধে বিভিন্ন ফেস্টুন দেখা যায়। পরে পুলিশ এসে সড়কের একপাশ থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
সকাল সাড়ে ১১ টায় ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে স্কুল শিক্ষার্থী, মুরুব্বি যুবকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শ' মানুষ জিমখানা আলাউদ্দিন খান স্কুলের মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল করে সিটি করপোরেশনের প্রধান ফটক ঘেরাও করে সড়ক অবরোধ করেন মিছিলকারীরা।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে নিয়ে মেয়র আইভীর বক্তব্য প্রত্যাহার করতে বিভিন্ন শ্লোগান দেয় এলাকাবাসী। একই সাথে আইভীর বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশও করে এলাকাবাসী।
আব্দুল করিম বাবুর ছেলে রিয়েল মেয়রকে চ্যালেঞ্জ করে বলেন, বাবা ১ বছর নির্বাচন হবার পর কোন ভুল করেছেন কিনা যদি করে থাকেন আপনি ভুল ধরিয়ে দিলে তিনি আজকেই পদত্যাগ করবেন। আপনি আপনার ভাগ্নেকে জনপ্রতিনিধি করতে না পারায় আমার বাবার প্রতি হিংসায় ফেটে পড়েছেন। এ জন্যই আপনি এই ওয়ার্ডবাসীর উন্নয়নে বাবুকে বাধা দিচ্ছেন। আপনার ভাগ্নেকে মানুষ ভোট দেয়নি বলেই আজকে এই ওয়ার্ডবাসীর উপর আপনি ক্ষেপেছেন। আপনার উন্মুক্ত আলোচনা সরাসরি সম্প্রচার করার জন্য আমরা প্রস্তুত ছিলাম কিন্তু আপনার অনুষ্ঠানের ৫ মিনিট আগে স্যাটেলাইট সমস্যা হওয়ায় আমরা সম্প্রচার করতে পারিনি।
বিক্ষোভ শেষে সবাই চলে যাবার পর মেয়র সিটি করপোরেশনে এসে উপস্থিত হন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি আওয়ামীলীগের একটি অনুষ্ঠান থেকে বাচ্চারা নাকি এসেছে এখানে এ জন্য দ্রুত চলে এলাম কিন্তু বাচ্চারা তো চলে গেল। আমি তাদের সাথে কথা বলার জন্যই এখানে ছুটে এসেছি।
বিক্ষোভ সম্পর্কে কাউন্সিলর বাবু জানান, আমি প্রতিহিংসার শিকার। কাউন্সিলর হয়েও নিজ অর্থায়নে এলাকায় কাজ করেছি, আগামীতেও করে যাবো। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে আমি সংবাদ সম্মেলন করবো।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে নির্মানাধীন লেকের উন্মুক্ত মঞ্চে নাসিকের এক বছর পূর্তি অনুষ্ঠানে মেয়র আইভী বলেছেন, আজকে আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য বাবুকে বলা হয়েছিল কিন্তু অনুষ্ঠানের ৫ মিনিট আগে তিনি জানিয়েছেন তার স্যাটেলাইট সমস্যা দিচ্ছে সম্প্রচার করা যাবেনা। তিনি আজকে এখানে আসেননিও। আমি ১৭ নং ওয়ার্ডের আর কোন কাজ বাবুকে দিয়ে করাবোনা। এই ওয়ার্ডের সকল কাজ করবেন মহিলা কাউন্সিলর বিভা হাসান। বিভাকে দিয়েই আমি এই ওয়ার্ডের সকল কাজ করাবো।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, কয়েকশ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস