নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি মেয়র করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন আইভী।
বুধবার নারায়ণগঞ্জ নগর ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে শামীম ওসমান তার লোকজন দিয়ে হামলা করেছে। আমার নিকট আত্মীয় ভাই, ভাগ্নে ও ভগ্নিপতিসহ কাছের নেতাকর্মীদের মুখ দেখে দেখে হামলা করা হয়েছে। ইটবৃষ্টি ঝড়ানো হয়েছে।
আমি মৃত্যুকে ভয় পাই না। আমি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’ মেয়র আইভী আরো বলেন, যে এলাকায় আমি গেছি ওটা শামীম ওসমানের এলাকা নয়। এটা নাসিম ওসমানের এলাকা।
তারপরও শামীম ওসমান অযাচিতভাবে হামলা করেছে। নারায়ণগঞ্জের শান্ত পরিস্থিতি শামীম ওসমান অশান্ত করতে চাইছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা -ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস