রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১১:২৩:০৬

পরীক্ষা হলে কাঁদলো সাত খুনে নিহত স্বপনের মেয়ে স্বর্ণালী

  পরীক্ষা হলে কাঁদলো সাত খুনে নিহত স্বপনের মেয়ে স্বর্ণালী

মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাবা হারানোর দুর্বিষহ স্মৃতি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নিল সাত খুনে নিহত স্বপনের মেয়ে ইসরাত জাহান স্বর্ণালী। কেন্দ্র যাওয়ার আগেই বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে স্বর্ণালী। রোববার ছিল তার সমাপনী পরীক্ষার প্রথমদিন। পরীক্ষার হলে সবাই যখন বাবার হাত ধরে কেন্দ্রে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে চোখের পানি মুছতে মুছতে পরীক্ষার হলে ঢুকে স্বর্ণালী। আজ তার বাবা নেই, থাকলে সবার মতো সেও বাবার সঙ্গে আসতো। সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা হয় স্বপনের স্ত্রী মোর্শেদার সঙ্গে। তিনি জানালেন তার মেয়ের কষ্টের কথা। স্বর্ণালী কদমতলী নয়াপাড়া শাহীন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী। বরাবরই স্কুলে ভালো ফলাফল করলেও বাবা হারানোর শোকে পড়ালেখায় কিছুটা ব্যাঘাত ঘটেছে তার। কেন্দ্রে উপস্থিত অনেকেই বলেন, স্বর্ণালীর মত এভাবে যেন আর কোনো সন্তানকে বাবা হারানোর কষ্ট পেতে না হয়। অবুঝ শিশুর মনে অশ্রু যেন না ঝরে। প্রকৃত অপরাধীদের সঠিক বিচার হলে নিহতের আত্মা শান্তি পাবে। স্বজনরা বেঁচে থাকবে সান্ত্বনা নিয়ে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের বন্ধু স্বপনসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে