নারায়ণগঞ্জ থেকে: ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাব রেজিস্টার এসহাক আলী মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আই জি আর) খান মো. আব্দুল মান্নান তাকে বরখাস্ত করেন। নারায়ণগঞ্জ জেলা রেজিস্টার (ডিআর) সাবিকুন্নাহার সাব রেজিস্ট্রার এসহাক আলী মণ্ডলকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (২২ মার্চ) সরকারি অফিসে বসে আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্টার এছহাক আলী মন্ডলের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, টেবিলের ওপর কম্পিউটার। রয়েছে মুঠোফোন ও ফাইলের স্তুপ। প্রতিটি ফাইলে স্বাক্ষর করার আগে টাকা গুণে ড্রয়ারে রাখছেন তিনি। সরকারি কক্ষে বসে এভাবে ঘুষের কারবার চালাচ্ছিলেন আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্টার এছহাক আলী মন্ডল।
এমটি নিউজ/এপি/ডিসি