সোনারগাঁয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০জন গুলিবিদ্ধ
মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় গতকাল বুধবার সকালে আধিপত্য বিস্তার ও অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় ৮/১০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
সূত্রমতে, উপলোর শম্ভুপুরা ইউপির চরকিশোরগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন মেম্বারের সঙ্গে যুবলীগ নেতা হারুন মিয়ার দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বুধবার সকাল ১০টার দিকে নাছির উদ্দিন মেম্বার, জানে আলম ও টুকুর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রতিপক্ষ হারুন মিয়ার সমর্থকদের উপর হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় নাছির উদ্দিন মেম্বার বাহিনীর শর্টগানের গুলিতে আলম, ফারুক, জয়নাল, দেলোয়ার, সাইফুল, মঞ্জুর হক, গাফফার, আরিফ, আল-আমিন ও ইয়াছিনসহ কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের মধ্যে আলম ও ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়াও এ সময় হারুন মিয়ার সমর্থকদের ৩টি মোটর সাইকেল এবং মেঘনা নদীতে থাকা ১টি স্পীডবোট ও ৬টি ট্রলার নিয়ে যায় নাছির উদ্দিন মেম্বার বাহিনী।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�