সোনারগাঁয়ে গাজী মুজিবুরের সমর্থকদের গণসংযোগ ও আনন্দ মিছিল
মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সোনারগাঁ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমানের সমর্র্থকরা গতকাল বুধবার রাতে পৌরসভার উদ্ধবগঞ্জ বাজার, থানা এলাকা, হাতকোপা, দত্তপাড়া, জয়রামপুর, সাহাপুর ও কাঠপট্টি এলাকায় ব্যাপক গণসংযোগের পাশাপাশি আনন্দ মিছিল করেছে। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার আনন্দে তারা এ মিছিল করেন বলে জানা গেছে। গাজী কামাল হোসেনের নেতৃত্বে মিছিলটি উপজেলা গেইট এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন, গাজী আতাউর রহমান, সালাম, অমর বিশ্বাস, ইন্দ্রজিৎ, সাদেক, গাজী হারুন, মিলন, জসিম, মিন্টু, রাজন দাস, চয়ন, দিপু, নুরুল, আনোয়ার, গাজী মোবারকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি অঙ্গসংগঠনের কয়েক’শ নেতাকর্মী।
উল্লেখ্য, স্বচ্ছ ধারার রাজনীতিতে বিশ্বাসী মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান ১৯৮৫ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী আবুল হাসনাতের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবু নূর মোহাম্মদ বাহাউল হককে মনোনয়ন দিলে তিনি তার পক্ষে কাজ করেন। কিন্তু এ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করে দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচারের স্ট্রীম রোলার চালাতে থাকে। ঐ বছরের ৪ অক্টোবর বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা তার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তিনি বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হন। এছাড়া এ সময় তার বিরুদ্ধে থানায় ৭/৮টি মিথ্যা রাজনৈতিক মামলা হয়। পুলিশ তাকে না পেয়ে তার ছোট দুই ভাইকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। দলের ত্যাগী নেতা হিসেবে ২০০৪ সালে তাকে উপজেলা যুবলীগের সভাপতি করা হয়। এরপর থেকে ১১ বছর যাবত তিনি সুনামের সাথে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বচ্ছ ধারার রাজনীতিতে বিশ্বাসী হওয়ায় এ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পদ-পদবীর অপব্যবহার করে অবৈধ টাকার পাহাড় গড়েননি। তাই আসন্ন সোনারগাঁ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে এবং নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তার সমর্থকরা আশা করছেন।
২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�