বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১২:০৩:২২

ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

নারায়ণগঞ্জ : এলাকার আধিপত্য বিস্তার ও মেঘনা নদীর বালুমহলকে কেন্দ্র করে সোনারগাঁয়ের গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার বিকেলে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চরকিশোরগঞ্জ চরহোগলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ চরহোগলা গ্রাম। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হন। আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও অবৈধ বালু মহালের ইজারা নিয়ে মেঘনা নদী এলাকার চরকিশোরগঞ্জ এলাকায় শম্ভূপুরা ইউপির সদস্য ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের মেম্বারের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই নাছির মেম্বার তার দুই ভাই জানে আলম ও টুকুর নেতৃত্বে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দেড় শতাধিক সন্ত্রাসী বাহিনী হারুন মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এসময় তারা অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। হারুন মিয়ার সমর্থকদের ৩টি মোটরসাইকেল ও মেঘনা নদী থেকে একটি স্পিডবোডসহ ৬টি ট্রলার লুট করে নিয়ে যায়। হামলাকারীদের ছোড়া গুলিতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে আসার পর হারুণ মিয়ার লোকজন পাল্টা হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় নাছির মেম্বারের পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। সোনারগাঁও থানা পুলিশ জানায়, নাছির মেম্বারের লোকজনের শটগানের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা ৩টি মোটরসাইকেল, একটি স্পিডবোড ও ৬টি ট্রলার নিয়ে যায় ও বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে