শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৭:৩৯:৫৫

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিলে এমপি খোকা

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিলে এমপি খোকা

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, সোনারগাঁয়ের সর্বত্র এখন উন্নয়ণের কাজ চলছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। কিন্তু সমাজের তরুন ও যুবকরা সম্প্রতি যেভাবে মাদকের প্রতি ঝুঁকে পড়ছে তা আমাকে ভাবিয়ে তুলেছে। এক শ্রেণির অসাধু ব্যক্তিরা আমাদের সন্তানদের দিয়ে মাদক বিক্রি করিয়ে আমাদের সন্তানদেরকেই মাদকাসক্ত করছে। ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে। তাই আর দেরী না করে শীঘ্রই সমাজের প্রত্যেকটি বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। কেননা জনগণের সহায়তা ছাড়া প্রশাসন এককভাবে সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবে না। তাছাড়া প্রত্যেকটি মসজিদ ও ওয়াজ মাহফিলে আলেম সমাজ এ বিষয়টি নিয়ে আলোচনা করে মুসল্লীদেরকে সচেতন করুন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় জামেয়া আরাবিয়া ইসলামীয়া পরমেশ্বরদী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন। এ সময় এমপি লিয়াকত হোসেন খোকা জামেয়া আরাবিয়া ইসলামীয়া পরমেশ্বরদী মাদ্রাসার উন্নয়ণের জন্য ৫ লাখ টাকা অনুদান ও মাদ্রাসার রাস্তার জন্য কাবিখা প্রকল্প থেকে ১২ টন গম প্রদানের অঙ্গিকার করেন। সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম), আওয়ামী লীগ নেতা ইউসুফ দেওয়ান, সাইদুর রহমান মোল্লা, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহীন প্রমুখ। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল, সাংবাদিক হাবিবুর রহমান, উপজেলা যুবসংহতির আহ্বায়ক মাসুম চৌধুরী, যুব সংহতি নেতা জাহিদুল ইসলাম স্বপন, কাজী লিটু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টার প্রমুখ। ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে