স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। ইতিমধ্যে বাড়ির ছাদে পথে ঘাটে সমর্থকদের দেশের পতাকা পতপত করে উড়ছে।
সম্প্রতি পতাকা উত্তোলন নিয়ে হাইকোর্টে রোল জারি করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে আর্জেন্টিনা সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসী জানায়, আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজিবের ওপর হামলা চালায় ব্রাজিল সমর্থকরা। হামলাকারীরা চাপাতি দিয়ে দুজনকে কুপিয়ে আহত করে। তবে কারা এ হামলায় ছিল সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শনিবার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়।
বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২১তম আসর। প্রথমবার রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আসর। দেশের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে ফুটবলের বিশ্বযুদ্ধে লড়াই করবে বিশ্বের সেরা ৩২টি দল। উদ্বোধনী ম্যাচ ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যে৷ ফাইনাল ১৫ জুলাই।
দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। ইতিমধ্যে বাড়ির ছাদে পথে ঘাটে সমর্থকদের দেশের পতাকা পতপত করে উড়ছে।
সম্প্রতি পতাকা উত্তোলন নিয়ে হাইকোর্টে রোল জারি করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে আর্জেন্টিনা সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসী জানায়, আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজিবের ওপর হামলা চালায় ব্রাজিল সমর্থকরা। হামলাকারীরা চাপাতি দিয়ে দুজনকে কুপিয়ে আহত করে। তবে কারা এ হামলায় ছিল সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শনিবার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়।
বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২১তম আসর। প্রথমবার রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আসর। দেশের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে ফুটবলের বিশ্বযুদ্ধে লড়াই করবে বিশ্বের সেরা ৩২টি দল। উদ্বোধনী ম্যাচ ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যে৷ ফাইনাল ১৫ জুলাই।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস