সোনারগাঁ পৌরসভার শীর্ষ চাঁদাবাজ স্বপন গ্রেফতার
মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ পৌরসভার দরপত বড়বাড়ী এলাকার মঞ্জুর ইসলাম প্রধানের ছেলে শীর্ষ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী স্বপনকে (৩০) গত বৃহস্পতিবার রাতে ৫২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, চাঁদাবাজ স্বপন গত ১০ নভেম্বর সোনারগাঁ জি.আর ইনষ্টিটিউশনের অধ্যক্ষ সুলতান মিয়ার মোবাইলে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অবিলম্বে তা পরিশোধ না করলে তাকে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় অধ্যক্ষ সুলতান মিয়া থানায় সাধারণ ডায়েরী করলে তিনি তথ্য প্রযুক্তির সহায়তার হুমকিদাতা স্বপনকে চিহ্নিত করেন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার দরপত এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত পৌরসভা এলাকায় চাঁদাবাজী ও মাদক ব্যবসা করছিল।
২৮নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�