নারায়ণগঞ্জ: সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জে ১৪-দলীয় জোটের আসন সমন্বয়ের বিরোধিতাকারীরা প্রকারান্তরে তার ভাই সেলিম ওসমান এমপিকে ‘ছাড়’ না দেওয়ার ওপর যে জোর দিচ্ছেন সেদিকে ইঙ্গিত করে বলেছেন, আমরা তিন ভাই-ই এমপি হয়েছি। আমাদের আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা এখন মানুষের জন্য কাজ করতে চাই। শামীম ওসমান গতকাল বিকালে বন্দরের খানবাড়ি এলাকায় এক বিরাট সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘আমার দল আওয়ামী লীগেও কিছুকিছু নেতা নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকার প্রার্থী দাবি করেন। নারায়ণগঞ্জের ৫টি কেন! আমরা দেশের ৩০০ আসনেই নৌকা চাই। নৌকা প্রতীক দেওয়ার মালিক শেখ হাসিনা, তার সিদ্ধান্তই চূড়ান্ত। কোমরে নাই মুরোদ, শুধু এখানে বলেন, নৌকা দিতে হবে।
মুরোদ থাকলে নেত্রীর সামনে গিয়ে নৌকা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘উল্টা-পাল্টা কথা বলে এখানে বিরক্ত কইরেন না।’ তিনি বলেন, সেলিম ওসমানের ভাই বলে বলছি না। সেলিম ওসমান যেখানে নিজের টাকা দিয়ে রাজনীতি ও উন্নয়ন করছেন দেশে আর কোনো এমপি তেমন করছেন না। নেত্রীকে বলেছিলাম, সেলিম ওসমানতো সব টাকা শেষ করে দিচ্ছেন! তখন নেত্রী বললেন ‘এটাই হলো কাজ। এর প্রতিদান আখেরাতেও পাবে।’
’মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ। সেলিম ওসমান তার ভাষণে বিএনপির তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, বিএনপি নেতাদের জন্য তার লজ্জা ও দুঃখ হয়। খালেদা জিয়া জেলে যাওয়ার পর লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দলটির প্রধান করা হয়েছে। এই দলে কী একজন মানুষও চেয়ারম্যান হওয়ার মতো নেই লন্ডনে থাকা তারেককেই দলের মাথায় বসাতে হবে।
তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সেপ্টেম্বরে ষড়যন্ত্রকারীরা মাঠে নামতে শুরু করবে। তবে যতকিছুই করুক তারা সফল হবে না। তিনি জনতাকে সশব্দে শেখ হাসিনার প্রতি সমর্থনের আহ্বান জানালে সবাই দুহাত তুলে ‘জয় বাংলা/জয় বঙ্গবন্ধু’ স্লোগানে সভাস্থল প্রকম্পিত করেন।