রূপার মায়ের আকুতি
নারায়ণগঞ্জ : আমার মতো আর যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় এ জন্য খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার শিকার স্কুলছাত্রী হাফসা আক্তার রূপার মা লিপি আক্তার।
খুনিদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ওই দাবি ও আকুতি জানান।
নিহতের মা লিপি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বুক খালি হয়েছে আমি জানি সন্তান হারানোর বেদনা। আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়।’
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, নারায়ণগঞ্জসহ সারাদেশে একের পর এক শিশু হত্যাকাণ্ডের কোনো বিচার না হওয়ার কারণেই খুনিরা আস্কারা পেয়ে যাচ্ছে। তাই দেশে শিশু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি করেন।
বক্তারা নারায়ণগঞ্জসহ সারাদেশে ধারাবাহিক শিশু হত্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যদি শিশু রাজন ও রাকিবের মতো ওই হত্যাকাণ্ডগুলোর বিচার করা হতো তবে সাম্প্রতিককালে রুপা ও আকিবের মতো এই নিষ্পাপ শিশুদের মুক্তিপণের জন্য খুনিরা খুন করতে সাহস পেত না।
নারাায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, নিহত রূপার মা লিপি আক্তার, দাদি শাফিয়া, রূপা হত্যা আন্দোলনের সংগঠক নাছির উদ্দিন, জেলা মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসিনা পারভীন, নাগরিক কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মণ চক্রবর্তী, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিশির চক্রবর্তী, লোকনাথ বর্মণ, নূরে আলম বিপ্লব, মনসুর আলী প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মালয়শিয়া প্রবাসী হযরত আলীর একমাত্র শিশু কন্যা হাফসা আক্তার রূপা বাড়ির পাশ থেকে অপহৃত হয়। পরে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রূপাকে হত্যা করে।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ