সোনারগাঁয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা
মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে মোট ৭ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও গতকাল স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. ফজলে রাব্বী, বিএনপির প্রার্থী মোশারফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মোল্লা ও এ.কে.এম জাহিদুর আজাদ মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর (পুরুষ) পদে ৩১ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও গতকাল ২৯ প্রার্থী তা জমা দেন। তবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বারবার নির্বাচিত কাউন্সিলর জাহেদা আক্তার মনিসহ মোট ৬ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং ৬ জনই তা জমা দিয়েছেন।
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে মনোনীত প্রার্থী এ্যাড. ফজলে রাব্বীকে সমর্থন করেন। এছাড়া সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সামছুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামও এ্যাড. ফজলে রাব্বীকে সমর্থন করেন এবং তার মনোনয়ন পত্র জমা দানের সময় উপস্থিত থাকেন। তাছাড়া এ সময় সোনারগাঁয়ের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে বিএনপি নেতা হাজী সালাউদ্দিন মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি কি কারণে তা জমা দেননি তা জানা যায়নি।
৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�