সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫১:৫৪

আজো কেউ ছিলেন না নূর হোসেনের

আজো কেউ ছিলেন না নূর হোসেনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জের আরেকটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করার পর ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সোমবার সকালে কঠোর গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপমের আদালতে নূর হোসেনকে হাজির করা হলে শুনানির পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার পরবর্তী হাজিরা ১১ জানুয়ারি ধার্য করা হয়। তবে নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদন করেননি। এ মামলায় অন্য দুজন আসামি পলাতক থাকায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ফজলুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় নূর হোসেনকে আদালত আবারো কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে। পরবর্তী শুনানি ১১ জানুয়ারি। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ১৫ মার্চ সিদ্ধিরগঞ্জের আইলপাড়া রেললাইন এলাকার অটোরিকশা মালিক সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে মারধর ও মামলা না করার জন্য হত্যার হুমকি দিয়ে যায়। সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে ২০১৪ সালের ১২ জুন সাইদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে নূর হোসেনকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা ১৩টি মামলার মধ্যে অন্যতম মামলা এটি। নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পরদিন গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। চাঁদাবাজি মামলার অপর দুই আসামি নূর উদ্দিন ও লোকমান পলাতক রয়েছেন। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে