নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আজ শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের বন্দর থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা সহকারে তাকে বন্দরে পৌঁছে দেন বিশেষভাবে আলোচিত এসপি হারুন।
বিকালে বন্দর থানার সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী এসএম আকরামের জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন ফখরুল। কাঁচপুর সেতু পার হওয়ার পর খবর আসে মদনপুর মোড়ে তার গাড়িবহরে হামলা হতে পারে। এ খবরে নয়াবাড়িতে ফখরুলের গাড়িবহর থামানো হয়। পরে নারায়ণগঞ্জের এসপি হারুন এসে মির্জা ফখরুলকে অভয় দিয়ে বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা সহকারে বন্দর পৌঁছে দেন।
বিকাল ৪টায় সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। সভায় আরও উপস্থিত হন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীরা।
গত ২ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পান হারুন অর রশীদ। আগে তিনি ২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করে। দুই দফা মিলিয়ে চার বছর গাজীপুরে ছিলেন হারুন অর রশিদ।