বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:২১:০৬

যে কৌশলে ডাকাতি, মৃতের সংখ্যা বেড়ে ৮

যে কৌশলে ডাকাতি, মৃতের সংখ্যা বেড়ে ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কৌশলে ডাকাতি করতে এসে ফাঁদে পড়েছে ডাকাত দল। ডাকাত সদস্যরা চালের ক্রেতা পরিচয়ে এসেছিল বলে জানিয়েছেন বাজারের দায়িত্বরত দুই নৈশপ্রহরী। আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দাবাজারে গণপিটুনিতে নিহত ডাকাত সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। নৈশপ্রহরী নজরুল ইসলাম ও মোতালেব মিয়া গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোররাতে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩১১) করে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল পুরিন্দাবাজারে চালের ক্রেতা সেজে আসে। বাজারটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। তারা জানান, ডাকাতরা নিজেদের চালের ক্রেতা পরিচয় দেয় দুই নৈশপ্রহরীর কাছে। তাদের কাছে গফুর ভূঁইয়ার মালিকানাধীন চালের গুদামের খবর জানতে চায়। গুদাম নিশ্চিত হওয়ার পর ডাকাতরা দুই নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে। তাদের মধ্যে একজন কোনোমতে দড়ির বাঁধন খুলে দৌড়ে পালিয়ে যায়। গিয়ে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে বিষয়টি জানালে দ্রুত মাইকিং করা হয়। খবর পেয়ে লোকজন ডাকাত দলকে ঘিরে ফেলে। নৈশপ্রহরী নজরুল ইসলাম জানান, রাতে ডাকাত দলের ট্রাকটি যখন মহাসড়কের পাশে আসে তখেই সন্দেহ হচ্ছিল। সে সময় তাদের জিজ্ঞেস করা হলে দুজন আমাদের জানায়, গফুর ভূঁইয়ার দোকান থেকে তারা চাল কিনতে এসেছে। দোকানটি কোন স্থানে জানতে চায় ডাকাতরা। আমরা তাদের জানাই, রাতে তো দোকান বন্ধ। জবাবে ডাকাতরা বলে, চালের মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে, দোকান খোলা আছে। তবে দোকানটি কোথায় জানতে চায় ডাকাতরা। তিনি বলেন, আমি আর মোতালেব দোকানের অবস্থান জানিয়ে দেয়ার পরই আমাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে গফুর ভূঁইয়ার মালিকানাধীন ভাই ভাই স্টোরের তালা ভেঙে চালের বস্তা ট্রাকে তুলে ফেলে। নৈশপ্রহরী নজরুল ইসলাম জানান, কোনোমতে দড়ির বাঁধন খুলে স্থানীয় মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে বিষয়টি জানাই। পরে মাইকিং করা হয়। মাইকিং করার কারণেই ডাকাতদের ধরা সম্ভব হয়েছে বলে জানান তিনি। গণপিটুনিতে এ পর্যন্ত ৮ ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন ডাকাত দলের আরো চার সদস্য। এ সময় একজনকে আটক করে পুলিশ। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ময়মনসিংহ জেলার মধ্যপাড়া গ্রামের শওকত (৩০), একই গ্রামের রুবেল (২৮), জুয়েল ওরফে টিটু (৩২) ও নোয়াখালী জেলার রাজীব ওরফে রনি (৩৫)। আহত চারজন হলেন মানিক (২৫), লোকমান (২৮), সজীব (২৭) ও সাব্বির (২২)। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, হতাহতদের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রাথমিকভাবে প্রাপ্ত পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পুরিন্দাবাজারে ট্রাকে করে ডাকাত দল এসে ভাই ভাই নামে একটি চালের আড়তে হানা দেয়। এ সময় ডাকাতরা নৈশপ্রহরীদের বেঁধে আড়তের তালা ভেঙে চালের বস্তা ট্রাকে তুলে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে আরো ৫ জনের মৃত্যু হয়। পুলিশ এক ডাকাত সদস্যকে আটক করেছে। ডাকাতদের নিয়ে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩১১) জব্দ করেছে পুলিশ। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে