শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৯:৫৯

সিদ্ধিরগঞ্জে বিয়ারের সাথে স্প্রিট পানে ২ যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে বিয়ারের সাথে স্প্রিট পানে ২ যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত নেশার জন্য বিয়ারের সঙ্গে স্প্রিট পান করে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে পুলিশ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি (মামল নং-৬৮) দায়ের করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুল হকের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার ছেলে নাহিদ (২২) তার বন্ধুবান্ধবসহ অন্যান্য অতিথিদের নিয়ে আনন্দ পূর্ণ করার জন্য বিয়ার পানের আয়োজন করে। এসময় নাহিদের বন্ধুদের মধ্যে আকিব, আশিক, দ্বীন ইসলাম, আক্কাস এবং রাসেলসহ আরো কয়েকজন অতিরিক্ত নেশার জন্য আমিনুল হকের বাড়ির নিচতলার ভাড়াটিয়া কসমেটিকস কারখানার মালিক হিরো হাওলাদারের (৩৬) সাথে যোগাযোগ করে। 

ওই সময় হিরো তার কসমেটিকস কারখানায় রক্ষিত স্প্রিট এনে দেয়। তারা ওই স্প্রিট বিয়ারের সাথে মিশিয়ে পান করে। এতে করে আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেল (১৯)সহ কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আকিব শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে এবং আশিক (১৮) শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করে। 

এঘটনায় পুলিশ বাদি হয়ে হিরো কসমেটিকস এন্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ওই কসমেটিকস কারখানা থেকে পুলিশ ৪ লিটার স্প্রিট জব্দ করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিন শাহ পারভেজ জানায়, গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সাথে স্প্রিট পানে ২ যুবকের মৃত্যু ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে