নারায়ণগঞ্জ : ‘অভিনয়’ এক যুবকের নাম। পুরো নাম অভিনয় বৈদ্য। বয়স ২০ পেরিয়ে ২১ পড়েছে। গত বছর এসএসসি পাস করেছে। বাবা অভিনাস বৈদ্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামের মিষ্টি তৈরির কারিগর। সেখানেই বড় হয় অভিনয় বৈদ্য। আরো খবর হলো, মাত্র এক মাস আগে বিয়ে করেছে সে। নতুন বউকে ঘিরে তার অনেক স্বপ্ন।
বিয়ের সময় মেয়ের বাবাকে অভিনয় বৈদ্যের বাবা কথা দিয়ে ছিল ছেলে নারায়ণগঞ্জে গিয়ে কাজে যোগ দিয়ে এসে বউ উঠিয়ে নেবে। মাত্র চার দিন আগে অভিনয় বৈদ্য কাজে যোগ দিতে নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় আসে। সেখানে চাচাতো ভাই সঞ্জয় তার জন্য কাজও ঠিক করে রাখে। শনিবার মোবাইলে নতুন বউকে কাজে যোগদানের খবর জানাতে বাসার ছাদে উঠে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায় অভিনয় বৈদ্য। এক মাসেই সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয় অভিনয় বৈদ্যের স্ত্রীর। সন্তানহারা হয়ে যায় তারা বাবা-মা।
অভিনয়ের চাচাতো ভাই সঞ্জয় জানান, চারদিন হয় সে নারায়ণগঞ্জে আসে। এরপর তাকে সস্তাপুর মীনার বাড়ির দুতলার মেস থাকার জন্য রেখে আসি। এ মেসে আমাদের গ্রামের অনেকই থাকে। আমরা তার জন্য কাজও ঠিক করে রেখেছি। সে কথাই অভিনয় বাবা-মাকে বলতে গিয়ে বিদ্যুতের তারে স্পষ্ট হয়ে মারা যায়।
বাড়িওয়ালা মীনা জানান, বিদ্যুতের তার ছাদের অল্প উঁচুতে। ছাদে যাতে কেহ না যেতে পারে সেজন্য ছোট একটি দেয়ালও সিঁড়ির দরজায় লাগিয়ে দেয়া হয়। ওই ছেলেটা অসাবধানতা বসত ছাদে উঠে এ দুর্ঘটনায় পড়ে।