নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবাসিক এলাকার মধ্যে একটি ডাইং কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণের পর ওই ভবনের ছাদ উড়ে গেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদরের পাগলা রেলস্টেশন সংলগ্ন বোম্বে ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানায় ওই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে তিনতলা কারখানাটির দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ বিকট শব্দে আশপাশের বাড়িঘর ও দোকানপাটের ওপর ধসে পড়ে। বিস্ফোরণ ও বিকট শব্দের কারণে কারখানা থেকে বেশ দূরের বাড়িঘর ও মসজিদের জানালার কাচ ভেঙে যায়।
আবাসিক এলাকায় অবস্থিত ঝুঁকিপূর্ণ এ কারাখানায় এর আগেও আরো বেশ কয়েকবার অগ্নিকাণ্ডসহ নানান দুর্ঘটনা ঘটেছে। এতে এলাকার সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছে। স্থানীয়দের দাবি আবাসিক এলাকা থেকে কারখানাটি যেন অপসারণ করা হয়।
কারখানা ভবনটির পাশের বাড়ির মালিক বলেন, ‘আমার ৩০টা রুম, এর মধ্যে ২০টা ভাইঙ্গাচুইরা একদম শেষ হইয়া গেছে। জানলা-দরজা সব ভাইঙ্গাচুইরা গেছেগা। আবাসিক এলাকায় মিল-কারখানা থাকা ঠিক না। সরকারের কাছে আমরা আবেদন জানাইতেছি যাতে মিল-কারখানা এইখানে না থাকে।’
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি (৪২) বলেন, ‘এখানে বিকট একটা আওয়াজ শুনে আমরা বের হয়ে দেখি আগুন আর আগুন। অনেকেই হতাহত হইছে। আবাসিক এলাকার মধ্যে যদি এই রকম সেফটি ছাড়া একটা ফ্যাক্টরি থাকে তাহলে আমাদের জীবনের মূল্য কী! এর আগে আমাদের এখানে লোক মারা গেছে আগুনে পুড়ে। এইখানে ফায়ার সার্ভিস আসার কোনো সিস্টেম নাই।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা ৫টা ২০ মিনিটের দিকে আগুন লাগার ম্যাসেজ পাই যে, একটা ব্রয়লার বিস্ফোরণ হয়েছে পাগলা বোম্বে ফেব্রিক্সে। সঙ্গে সঙ্গে আমাদের, ফতুল্লা এবং নারায়ণগঞ্জের চারটা ইউনিট, পাশাপাশি অ্যাম্বুলেন্স, আমরা এখানে দ্রুত পৌঁছাই। আসার পর আমরা প্রায় ৪০ মিনিট চেষ্টার করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনি।’