সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪১:৩৮

তিল থেকে তাল, আহত ২২

তিল থেকে তাল, আহত ২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‌‘তিল থেকে তাল’ এমন ঘটনায় ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায়। অটো রিকশায় বসা নিয়ে পুলিশ ও ট্রাকশ্রমিক নেতার মধ্যে কথা কাটাকাটির জের ধরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ শ্রমিকসহ ২২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক আধা ঘণ্টা অবরোধ করে শ্রমিকরা। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিদ্ধিরা হলেন রহিম, এনায়েত, ফারুক, হাসান, আল-আমিন। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকও (এসআই) আহত হয়েছেন। আহত শ্রমিকদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা মডেল থানা পুলিশের কনস্টেবল আজাদ ও ফতুল্লা ট্রাকশ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল একই অটোরিকশায় চড়ে পুলিশ লাইন থেকে ফতুল্লা যাচ্ছিলেন। পথে অটো রিকশায় বসা নিয়ে কনস্টেবল আজাদের সঙ্গে শ্রমিক নেতা আমিনুলের কথা কাটাকাটি হয়। তারা জানান, একপর্যায়ে আজাদ আমিনুলকে চড় মারে। এতে শ্রমিক নেতা আমিনুল কনস্টেবল আজাদকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে পঞ্চবটিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ শ্রমিক নেতা আমিনুলকে আটকে রেখেছে এমন খবরে পরিবহন শ্রমিকরা পঞ্চবটি এলাকায় ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ২০-৩০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিবহন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের ছোঁড়া গুলিতে ২২ জন আহত হন। ফতুল্লা মডেল থানার এএসপি শরফুদ্দিন গণমাধ্যমকে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। এ ঘটনায় শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছে পুলিশ। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে