মঙ্গলবার, ২৮ মে, ২০১৯, ০৯:২১:৩০

সড়ক-মহাসড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না : ডিআইজি হাবিব

সড়ক-মহাসড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না : ডিআইজি হাবিব

নারায়ণগঞ্জ: ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, সড়ক-মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজ রোধে আমাদের আইজিপি স্যারের নেতৃত্বে জিরো টলারেন্স নীতি ইতি মধ্যে গ্রহণ করা হয়েছে। কোন শ্রমিক সংগঠন বা কোন ব্যক্তিবর্গ বা কোন দল বা গোষ্ঠি বা চাঁদাবাজ চক্র চাঁদা দাবি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এ চাঁদাবাজ চক্রের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে মদনপুর এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।

ডিআইউজি হাবিব বলেন, আমরা মনে করি এবারের ঈদযাত্রা অতীতের যে কোন সময়ের চেয়ে স্বচ্ছল ও নির্বিঘ্নে ঘরমুখি মানুষ যানজট মুক্ত পরিবেশে যেতে পারবে। এবারের ঈদে সবচেয়ে বড় চমক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর, মেঘনা ও গোমতির নব-নির্মিত চার লেনের সেতুগুলো খুলে দেয়া হয়। যার ফলে ঈদ উপলক্ষে ঘরমুখি মানুষ নির্বিঘ্নে-স্বাচ্ছেন্দে বাড়ি যেতে পারবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গী হামলার বিষয়ে কোন সু-নির্দিষ্ট আশঙ্কা নাই। তদুপরি সারাদেশে জঙ্গি হামলার বিষয়ে পর্য়াপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জঙ্গীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, (ডিবি) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিনকী, (খ-সার্কেল) খোরশেদ আলম, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহিন শাহ পারভেজ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির, কাঁচপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইউম ও ডিআইও-২ সাজ্জাদ রোমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে