নিউজ ডেস্ক : গতকাল শনিবার নিজের মাদ্রাসার চার আবাসিক শিক্ষার্থীকে ধ'র্ষণের অভিযোগে মুফতি মোস্তাফিজুর রহমান জসিম নামে এক ভয়ঙ্কর শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। জসিমের লালসা থেকে রেহাই পায়নি অষ্টম শ্রেণিতে পড়ুয়া তার আপন ভাতিজিও।
গতকাল ২৭ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকার আল আরাফা রাইস মিল সংলগ্ন মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করেছে র্যাব-১১। তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার কাওয়াল কোনা এলাকার বাসিন্দা।
জানা যায়, মোস্তাফিজুর রহমান ছয় বছর আগে তিনিই ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ।
এ ব্যাপারে র্যাব জানায়, ভূঁইগড় এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় অবস্থিত দারুল হুদা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। ওই মাদ্রাসায় ৯৫ জন ছাত্রী লেখাপড়া করছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫ জন ছাত্রী মাদ্রাসায় আবাসিকভাবে লেখাপড়া করছে।
এদিকে জসিমের ধর্ষ'ণের শিকার মাদ্রাসার সাবেক দুই ছাত্রী র্যাব-১১ এর কাছে এ বিষয়ে অভিযোগ করলে র্যাব তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে শনিবার দুপুরে তাকে আটক করে। জসিমের লালসা থেকে রেহাই পায়নি অষ্টম শ্রেণিতে পড়ুয়া তার আপন ভাতিজিও।
র্যাব এ পর্যন্ত জসিমের লালসার শিকার হয়েছে এমন ৪ ছাত্রী সম্পর্কে নিশ্চিত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন, র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকিব।