শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৯:০৭:২১

নারায়ণগঞ্জে ভ'য়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন তিন কিলোমিটার এলাকা

নারায়ণগঞ্জে ভ'য়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন তিন কিলোমিটার এলাকা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ের পাশে একটি বস্তিতে ভ'য়াবহ অগ্নিকা'ণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানার জেলা পরিষদ কার্যালয় এলাকায় এ অগ্নি'কাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বা বস্তিবাসী। 

আগুন লাগার মুহুর্তের মধ্যে পুরো বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়ায় আশপাশের প্রায় দুই তিন কিলোমিটার এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। বস্তিবাসীসহ শত শত মানুষ মধ্য রাতে লিংক রোডে এসে অবস্থান নেন। আ'তঙ্কে ছোটাছুটি করতে থাকেন বস্তির লোকজন। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ আ'তঙ্কিত হয়ে পড়েন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে