নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাসায়নিক দ্রব্য দিয়ে নকল ও ভেজাল দুধ উৎপাদনের দায়ে একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অর্ধকোটি টাকা জরিমানা করেছে র্যাব-১১ এর পরিচালিত ভ্রাম্যমান আদালত। বিএসটিআই ও পানি সম্পদ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
বুধবার (৭ আগস্ট) দুপুর বারোটা থেকে টানা চার ঘণ্টাব্যাপী ভেজাল বিরোধী অভিযানে উপজেলার পুরিন্দা বাজার এলাকায় ‘বারো আউলিয়া ডেইরী মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড’ থেকে এই জরিমানা আদায় করা হয়।
একই সাথে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়াসহ এর সাথে সম্পৃক্ত ১২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কালাম আজাদ ওরফে শাহীন (৩২), আব্দুল আজিজ (৫৬), মো. আমিনুল হক (৫৪), মো. রায়হান মিয়া (২১), আরিফুল ইসলাম (২৭), মো. আবুল কাশেম (৩২), মো. তারেক মাহমুদ (৩০), টুটুল সরকার (২৮), রিফাত আহমেদ (২৩), মো. দ্বীন ইসলাম (৩৮), মো. আসিফ শেখ (১৮) এবং মো. জাফর (৪০)। এদের মধ্যে ছয়জনকে দু'বছর ও ছয়জনকে ছয়মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, এই প্রতিষ্ঠান স্কীমড পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ এবং দুধের সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও দধি উৎপাদন করে ‘ডেইরী ফ্রেশ’' ব্র্যান্ডে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে।