নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহায় পূর্ব ঘোষণা অনুযায়ী লাখো মুসুল্লির সমাগমে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ও ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সকে একত্রিত করে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত পূর্ব মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন শামীম ওসমান। তিনি বলেন, আপনারা দয়া করে প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে (প্রধানমন্ত্রী) অনেক হায়াত দেন। তিনি যেন আরও সেবা করার সুযোগ পান।
এরপর শামীম ওসমান বলেন, আমার বাবা মা নেই। আপনাদের অনেকের মা-বাবা নেই, সবাই সবার জন্য দোয়া করবেন।
বৃহৎ এই জামাত নিয়ে তিনি বলেন, যত বড় জামাত তত বেশি সওয়াব। আগামীতে এই জামাত আরো বড় হবে ইনশাআল্লাহ।
বৃহত্তর ঈদ জামাতকে কেন্দ্র করে রাত থেকেই পুলিশ, র্যাব, বিজিবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঈদগাহ ময়দানের আশেপাশে অবস্থান নেন। প্রবেশ পথে তল্লাশির পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল।