রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২৩:০১

আ.লীগ মানেই আগুন, আগুন নিয়ে খেলবেন না: শামীম ওসমান

আ.লীগ মানেই আগুন, আগুন নিয়ে খেলবেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান প্রশাসনের উদ্দেশে বলেছেন, শুদ্ধি অভিযান চালান প্রশাসনের ভেতরে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই আগুন নিয়ে খেলা। সুতরাং আগুন নিয়ে খেলবেন না, পারবেন না।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কে ‘রুখে দাঁড়াও স্বাধীনতাবি'রো'ধী সব অ'পশক্তির বিরুদ্ধে’ ব্যানারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

শামীম ওসমান বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে অন্যায় আচরণ হলে কাউকে ছাড় দেবেন না। আমি সেই শেখ হাসিনার কর্মী। বাবা-মায়ের পর যদি কাউকে মানি এবং কারও জন্য জীবন দিতে পারি তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, '৭৫-এর পর আমরা যারা রাজনীতিতে এসেছি সবাই শেখ হাসিনাকে স্বপ্নের মা রাজনৈতিক মা মনে করি। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে বারবার নারায়ণগঞ্জ ও বায়তুল আমান ভবনের কথা লেখা আছে। এ নারায়ণগঞ্জ নিয়ে খেলতে দেয়া হবে না। ষ'ড়য'ন্ত্র মোকাবেলায় যে ভাষায় জবাব দেয়া দরকার সেই ভাষাতেই কড়া জবাব দেয়া হবে।

তিনি আরও বলেন, দেশের কয়েকটি জেলায় আওয়ামী লীগের দুর্গ ভাঙতে পারলে ষ'ড়য'ন্ত্রকারীরা সুবিধে পাবেন। তার মধ্যে নারায়ণগঞ্জ সবার প্রথমে। সে কারণেই ওই ষ'ড়য'ন্ত্রকারীরা নারায়ণগঞ্জকেই বেছে নিয়েছে। কেউ কেউ সেই ফাঁদেও পা দিয়েছে। চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভাঙতে।

নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে শামীম ওসমান ক্ষো'ভ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ডেকেছিলাম। আমার নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জে একটি গ'ণপি'টুনির ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখসহ ৪৯৫ জনের বিরু'দ্ধে মামলা হয়েছে যারা সবাই আওয়ামী লীগের সাচ্চা কর্মী ও ব্যবসায়ী।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ হল নারায়ণগঞ্জের গোপালগঞ্জ। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন নিরপরা'ধ কাউকে হ'য়রা'নি করবেন না। তারপরও অতি উৎসাহী কিছু পুলিশ অফিসার ষ'ড়য'ন্ত্র করছে। অনেক পুলিশ অফিসার আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে নিউজ করতে কিছু কিছু সাংবাদিককে উৎসাহ দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে