সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৯:৫৭

সোনারগাঁ পৌরসভায় সাদেক ভূঁইয়া ও নারী নেত্রীদের ভোট প্রার্থনা

 সোনারগাঁ পৌরসভায় সাদেক ভূঁইয়া ও নারী নেত্রীদের ভোট প্রার্থনা

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি: আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়া ও তার পক্ষে উপজেলা নারী নেত্রীবৃন্দ গতকাল সোমবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কাছে জগ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। জানা যায়, সোমবার সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের দৌলরবাগ এলাকায় অনুষ্ঠিত বৈঠকে ভোটারদের কাছে নিজ প্রতীক জগ মার্কায় ভোট প্রার্থনা করেছেন মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের অপর নাম হলো ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা। যারা ভয়ভীতি দেখিয়ে ও অনৈতিক উপায়ে বিজয়ী হতে চায় পৌরবাসি অবশ্যই তাদেরকে রুখে দাঁড়াবে। আমি পৌরসভা হওয়ার আগে আমিনপুর ইউনিয়নে চারবার চেয়ারম্যান হয়েছি। মানুষ আমাকে ভালো না বাসলে তারা আমাকে নির্বাচিত করতো না। আমি কখনোই ভয়ভীতি প্রদর্শণের রাজনীতি করিনি। যারা ভয়ভীতি দেখায় সোনারগাঁবাসি বরাবরই তাদেরকে প্রত্যাক্ষান করে আসছে। কাজেই শক্তির জোড়ে কেউ সুষ্ঠ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা সম্মিলিতভাবে তাকে রুখে দাঁড়াবো। বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হুমায়ূন কবির, করিম আহমেদ, মো. শহীদ, শহিদুল্লাহ, শের আলী, নেওয়াজ, ধন মিয়া, নিজাম, জুয়েল, বাবু, রুবেল, বাতেন, মনির, কবির, দেলোয়ারসহ পৌরসভার দৌলরবাগ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে সোমবার বিকেলে পৌরসভার দরপত ঠোঁটালিয়া, কৃষ্ণপুরা ও ইছাপাড়া এলাকায় মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়ার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থণা করেছেন, উপজেলার বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত। এ সময় অন্য নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, কোহিনুর ইসলাম রুমা, মাহমুদা ইসলাম ফেন্সী, জাহানারা আক্তার, মহিলা মেম্বার রুনা আক্তার, রহিমা আক্তার, আসমা বেগম, আনোয়ারা, বিলকিছ, শেফালী, সুরাইয়া, মনোয়ারা, মোর্শেদা, জরিনা, জমিলা, নিলুফা, রোকসানা, রাশিদা, সাহিদা, হেনা আক্তার প্রমুখ। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে