নারায়ণগঞ্জ থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হ'ত্যা করা হয়নি হ'ত্যা করা হয়েছে আমাদের স্বপ্নকে। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদরে ১৯৭১ সালে বক্তাবলী পরগনায় পাক বাহিনীর হাতে নি'হ'ত ১৩৯ জন শহীদের স্ম'র'ণে দোয়া ও শো'ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। নিজের জন্য কিছু করতে চান না।
তিনি আরও বলেন, গত দুই বছর আগে বক্তাবলীতে একটি অনুষ্ঠান করেছিলাম। সেই মিটিংয়ে জেলা মুক্তিযো'দ্ধা ক'মা'ন্ডার মুহাম্মদ আলী ভাইকে বলছিলাম এখানে ১৩৯ জন শহীদদের তালিকা দেয়ার জন্য। আজও সেই তালিকা দেয়া হয়নি। শহীদদের তালিকা পেলে হয়তো বা কিছু একটা করতে পারতাম।
নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতা বলেন, আমি আমার ছোট বোন ইউএনও নাহিদা বারিককে বলব তিনি যেন বক্তাবলীর চেয়ারম্যান শওকত ভাইয়ের সহযোগিতা নিয়ে শহীদদের তালিকা করেন। তাদের পরিবার কী পেয়েছে আমি জানি না। তবে বঙ্গবন্ধুর দেয়া একটি চিঠি পেয়েছেন। জাতির পিতার চিঠিটা আপনাদের জন্য অনেক মূল্যবান সম্পদ।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে প্রকৃত মুক্তিযো'দ্ধাদের দেখি ক'ষ্ট করে চলছেন, ঠিকমতো সংসার চালাতে পারেন না। অথচ নামধারীরা সমাজে ভালো অবস্থানে রয়েছেন। মুক্তিযো'দ্ধার সনদ নেয়া অনেকে ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। যে সরকার আসে তার সঙ্গে আঁতাত করে সুবিধা নেয়। কিন্তু প্রকৃত মুক্তিযো'দ্ধারা নাম বিক্রি করেন না। তারা দেশকে ভালোবেসে মুক্তিযু'দ্ধ করেছিলেন।