নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'সরকার ১১ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করেছে। ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজাকারের বংশধরদের কোথাও দেখতে চাই না। এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, একজন রাজাকারের ছেলে কীভাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হয়? রাজাকার গোলাম রাব্বানি নারায়ণগঞ্জের গলাচিপায় অনেক মানুষকে হ'ত্যা করেছে, লু'টপা'ট করেছে। রাব্বানী যখন মা'রা যায় তখন পাকিস্তানের পতাকা দিয়ে তাকে জানাজা দেওয়া হয়েছে। সেই কু'লাঙ্গারের সন্তানরা কীভাবে সরকারি প্রতিষ্ঠান রাইফেলস ক্লাবের মতো জায়গায় সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্সের মতো সংগঠনের সভাপতি হয়? জনতার কাতারে এনে যারা তাদের বানিয়েছে তাদেরও বিচার করা উচিত।'
সোমবার বিকেলে নগরের জিমখানা স্টেডিয়ামে নাসিক কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নৌকাকে ফেল করিয়ে রাজাকারের সন্তানকে চেয়ারম্যান বানানো হয়। আমি নারায়ণগঞ্জের মানুষকে বলব সোচ্চার হওয়ার জন্য। বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে বলছি এত ভ'য়ভী'তি কীসের! যখন যুদ্ধে গিয়েছিলেন তখন তো মৃ'ত্যুকে ভ'য় পাননি। আজ যখন রাজাকারের সন্তানরা বসে থাকে আপনাদের সামনে, আপনারা তাদের নেতৃত্বে অনেক কিছু করেন। সেই কথা কেন বলেন না। রাজাকারদের সন্তানদের এখান থেকে নামানোর জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আর যারা এই রাজাকারদের ছায়া দেবে, আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেব।'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।