নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌ'তুকের টাকা না দেয়ায় স্বামীর বিরু'দ্ধে অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রীর পে'টে লা'থি দিয়ে সন্তান ন'ষ্ট করার অ'ভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে স্বামী মোহাম্মদ আলী খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাদ্যকর পাড়ায় এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূ থানায় মামলা করেন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচএম জসিম উদ্দিন জানান, ১৫ বছর আগে আড়াইহাজার উপজেলার হাফিজ উদ্দিনের মেয়ের সঙ্গে কেন্দুয়া বাদ্যকর পাড়ার শহর আলীর ছেলে মোহাম্মদ আলী খোকার বিয়ে হয়। তাদের আলিফ মিয়া ও মুশফিক নামে দুই ছেলে রয়েছে। ফের ওই গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা হন।
ওসি জানান, বেশ কিছুদিন ধরে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌ'তুক দাবি করছেন স্বামী। টাকার জন্য তাকে প্রায়ই নি'র্যা'তন করা হতো। মঙ্গলবার রাতে ফের টাকা চাওয়া হয়। এ সময় কথা কা'টাকা'টির একপর্যায়ে অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রীর পে'টে লা'থি মা'রে ও পরিবারের লোকজন মা'রধ'র করেন। পরে আশপাশের লোকজন আহ'ত গৃহবধূকে উ'দ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভের তিন মাসের সন্তান ন'ষ্ট হওয়ার বিষয় নিশ্চিত হয়। তিনি আরো জানান, এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে।