নারায়ণগঞ্জ: কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দা'বিতে আয়োজিত একটি সম্মেলনের মঞ্চ আ'কস্মি'কভাবে ভে'ঙে পড়েছে। এসময় মঞ্চে থাকা হে'ফাজত ইসলামের আমির আল্লামা শফী ও জুনায়েদ বাবুনগরীসহ অন্যরা পড়ে যান।
শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন চ'লাকালে এ ঘটনা ঘটে।জানা যায়, জেলার কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে মঞ্চের পে'ছনের অংশ ভে'ঙ্গে গেলে সেখানে হু'ড়োহু'ড়ি শুরু হয়। তবে এতে কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেনি।প্রধান অতিথি হে'ফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীসহ অন্যরা অ'ক্ষ'ত রয়েছেন। পরে ভা'ঙা মঞ্চেই আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানের সমন্বয়ক হে'ফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, মঞ্চে অতিরিক্ত লোক হওয়ায় আ'কস্মি'কভাবে মঞ্চের পেছনের অংশ ভে'ঙে মাটিতে নেমে আসে। তবে আল্লামা আহমদ শফিসহ কেউ হ'তাহ'ত হয়নি।
এর আগে কাদিয়ানীদের অমুসলিম ঘো'ষণার দাবিতে সকাল থেকেই সমা'বেশের কা'র্যক্র'ম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢ'ল নামে সেখানে। জোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢ'ল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমু'দ্রে পরি'ণত হয়।
এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অব'স্থান নেয়। এতে করে শহরসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিং'ক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পাগল সড়কের যানচলাচল ব'ন্ধ হয়ে যায়।