নারায়ণগঞ্জ থেকে : সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের চেয়ে ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। কিছু কিছু সময় ঝড় আসে, ঝা'প্টা আসে। অশুভ শক্তি আসে। অশুভ কাজ করে। যারা মানুষ হ'ত্যা করে আর আ'গুন জ্বা'লায় তাদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা একটা ব্যানার। মুসলমানদেরও বিভিন্ন সংগঠনের ব্যানার আছে। আমি এ ব্যানারগুলোতে বিশ্বাস করি না। আমি একটা ব্যানারেই বিশ্বাস করি, সেটা হলো বাঙালি।
শামীম ওসমান আরও বলেন, আপনার ধর্ম আপনার কাছে। আমার ধর্ম আমার কাছে। ধর্মের কেউ কোনো এজেন্সি নিতে পারে না। সৃষ্টিকর্তা যা জানেন তার সৃষ্টি তা জানে না। সৃষ্টিকর্তাকে আপনি এক নামে ডাকেন, আমি আরেক নামে ডাকি। কিন্তু যারা এটাকে বিভ'ক্ত করে ফা'য়দা লু'টার চেষ্টা করে তারা হলো সব থেকে বড় অধার্মিক। তাদের মধ্যে ধর্মীয় চেতনা বোধ কাজ করে না। ধর্ম আসে অন্তর থেকে। জামায়াত ইসলাম কিংবা অমুক ইসলামকে ধর্মের কোনো এজেন্সি দিয়ে দেয়া হয়নি।
তিনি বলেন, আমরা কদিন বেঁচে আছি জানি না, বয়স হয়ে আসছে। আমরা নারায়ণগঞ্জটাতে ভালো কিছু করতে চাই। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে ভালো কিছু করতে পারি। সেভাবে করতে চাই যাতে মৃ'ত্যুর পর সবার চোখে একটু পানি আসে। দুনিয়াতে যা কিছু হচ্ছে এগুলো কিন্তু ধ্বং'সের লীলা খেলা। এই ধরেন অ'ভিশা'প আসে, চায়নায় আসতেছে, এইগুলি শিক্ষা দেয়ার জন্য আসে। স্রষ্টার থেকে আসে, সাবধান হও।