নারায়ণগঞ্জ: নিজের কাছে এক সময় জেলা পুলিশের চেয়েও বেশি অ'স্ত্র থাকার কথা বলে আবার আলোচনায় এসেছেন শামীম ওসমান৷ তবে একদিন পরই ডয়চে ভেলের কাছে নারায়ণগঞ্জের এই আওয়ামী লীগ নেতা ও সাংসদের দাবি, আর কোনো অবৈ'ধ অ'স্ত্র নেই তার কাছে৷
নতুন উপল'ব্ধির কথা জানাতে গিয়ে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আগে মনে করতাম অ'স্ত্রই শ'ক্তিশালী, কিন্তু এখন বিশ্বাস করি পৃথিবীতে একমাত্র আল্লাহ শক্তিশালী৷’’
রবিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে পুলিশ মেমোরিয়াল ডে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শামীম ওসমান৷ সেখানে তিনি বলেন, ‘‘২০০১ সালের আগে জেলা পুলিশ ফো'র্সের কাছে যত অ'স্ত্র না ছিল, তার থেকে বেশি অ'স্ত্র একা আমার নিজের কাছেই ছিল৷” অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ও জেলার ডেপুটি কমিশারও উপস্থিত ছিলেন৷
সোমবার ওই বক্তব্য নিয়ে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি যা বলেছি ঠিকই বলেছি৷ তবে সময়টি হবে ১৯৯১ সাল৷ তখন আমার বয়স ছিল ২২ বছর৷ আমি ভুলে ২০০১ সাল বলে ফেলেছি৷ আমার কাছে তো অ'স্ত্র ছিল৷ আমরা গো'লগু'লি, ফা'টাফা'টি তো করেছি৷ এটা অস্বী'কার করবো কিভাবে?’’
তিনি আরো বলেন, ‘‘আমার লাইসে'ন্স করা অ'স্ত্র আছে৷ তবে তা ২০০১ সাল থেকে আমার সাথে নাই৷’’
শামীম ওসমানের দাবি, ১৯৯১ সালে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফি'রে আসার পর তার আর অ'স্ত্রের প্রয়োজন হয়নি৷ তাই জমা দিয়ে দেন৷ তিনি জানান, ওই সময় নারায়ণগঞ্জের এসপি ছিলেন মমিন উল্লাহ পাটোয়ারি৷ তখন তিনি ও তার সহযোগীরা পুলিশের কাছে লাইন ধ'রে, প্যাকেট ভ'রে সব অবৈ'ধ অ'স্ত্র জমা দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জে ওই সময়ে সবচেয়ে বেশি অ'স্ত্র জমা পড়েছে৷ তবে আমাদের অ'স্ত্র জমা দেয়ার সিদ্ধা'ন্ত সঠিক ছলো কিনা জানি না৷ কারণ, এরপর আমাদের ওপর জু'লু'ম হয়েছে ১৯৯৬ সাল পর্যন্ত৷’’
তিনি বলেন, ‘‘যখন অ'স্ত্র ছিল, তখন বয়স কম ছিল৷ তখন আমি অ'স্ত্রে'র ওপর নি'র্ভর করতাম৷ মনে করতাম অ'স্ত্রই শ'ক্তিশাী৷ কিন্তু এখন আমি বিশ্বাস করি অ'স্ত্র শক্তিশালী না, একজনই শ'ক্তিশালী, তিনি হচ্ছেন আল্লাহ৷’’
নারায়ণগঞ্জে অ'স্ত্রের রাজনীতির এখনকার প'রিস্থি'তি জানতে চাইলে শামীম ওসমান দাবি করেন, ‘‘নারায়ণগঞ্জে এখন আর কোনো অ'স্ত্রে'র রাজনীতি নেই৷ এখানে সবচেয়ে বেশি শা'ন্তি বিরা'জ করছে৷ বিভিন্ন সময়ে আমাদের ৫০ জন নেতা-কর্মীকে হ'ত্যা করা হয়েছে৷ জ'বাবে আমরা একটা ফুলের টো'কাও দেইনি৷ আমার ওপরে বো'মা হা'ম'লা হয়েছে, আল্লাহ বাঁ'চিয়েছে৷ আর কোনো দলের রাজনীতি করতে কোনো বা'ধা নেই৷ নারায়ণগঞ্জের মানুষ স'ন্ত্রা'সী নয়৷ যারা স'ন্ত্রা'স করে, তারা বহিরা'গত৷’’
শামীম ওসমানকে আজকাল বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতে দেখা যায়৷ হেফাজতের সাথেও তার ঘনি'ষ্ঠতার কথা শোনা যায়৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘ধর্মের যাতে অ'পব্যা'খ্যা না দেয়া হয় সে কারণে আমি ওয়াজ মাহফিলে যাই৷’’
তিনি আরো বলেন, ‘‘আমি খারা'প কিছু খাই না৷ খারা'প কিছু করি না৷ আমি ফেরেস্তা নই, তবে মানুষ হিসেবে যে কাজ করায় নিষে'ধ আছে তা আমি করি না৷’’
শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক৷ বর্তমানে নগর আওয়ামী লীগের সদস্য তিনি৷ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান এর আগেও দু’বার সংসদ সদস্য ছিলেন৷