নিউজ ডেস্ক : রবিবার (৮ মার্চ) দুপুরে ডিএনডির উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কাজ পরিদর্শন ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডিএনডি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের পাম্প স্থাপন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ডিএনডি প্রকল্পের কাজ শেষ করতে আরো ৭শ কোটি টাকার প্রয়োজন। আমি আশা করছি প্রধানমন্ত্রী এ টাকার অনুমোদন দেবেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের প্রতি জাতির জনকের কন্যা শেখ হাসিনার আলাদা একটা টান রয়েছে। আমি বলতে বলতে এক পর্যায়ে তৎকালীন পানিসম্পদ মন্ত্রী আনিস ভাইকে (আনিসুল হক) বলেছিলাম, আমাকে রিজাইন করতে হবে। কারণ যে এলাকার মানুষ ক'ষ্টে থাকবে সেই এলাকাতে এমপি থাকার আমার দরকার নাই। তখন প্রধানমন্ত্রীর ইশারায় এ কাজটি শুরু হয়।
শামীম ওসমান আরো বলেন, ‘ঢাকা থেকে আসার সময়ে গাড়িতে বসে ৬ রাকাত নফল নামাজ আদায় করেছি। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন মন্ত্রী ও সচিবসাহেবরা ডিএনডি প্রকল্প নিয়ে কাজ করেন।’