বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ১০:৫০:০৭

করোনায় দরিদ্র ও অসহায়দের জন্য কোটি টাকা অনুদান দিলেন শামীম ওসমান

করোনায় দরিদ্র ও অসহায়দের জন্য কোটি টাকা অনুদান দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জে ঘরে ব'ন্দি কর্মহীন অসহায় মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা অনুদান দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তার নির্বাচনী আসনের ৭২টি ওয়ার্ড ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় এই তহবিলের মাধ্যমে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এ ছাড়াও সরকারি বেসরকারি সব হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন শামীম ওসমান। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি শামীম ওসমান একাই বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। বক্তব্য শেষে এমপি শামীম ওসমান মেট্রো গ্রুপের সৌজন্যে জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য ৪০০ পিপিই হস্তান্তর করেন। সংবাদ সম্মেলনে এমপি শামীম ওসমান বলেন, আমরা সবাই একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আল্লাহর রহমতে পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা তুলনামূলক ভালো। যে দেশের রাষ্ট্রপ্রধান আল্লাহওয়ালা হন সেই দেশে বড় মহামারী আসতে পারে না বলে আমি বিশ্বাস করি। 

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী মমতাময়ী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপে এবং সবার সহযোগিতায় করোনা এখনও দেশে মহামা'রী রূপ নিতে পারেনি। আমাদের সমাজে দুই শ্রেণির অসহায় লোক রয়েছে। এক শ্রেণি হচ্ছে হ'তদরিদ্র, যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। আরেকটা শ্রেণি আছে যাদের ঘরে খাবার না থাকলেও তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। এই দুই শ্রেণির মানুষের সাহায্যে আমি আল্লাহর পবিত্র ৯৯টি নামের প্রতি সম্মান রেখে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা অনুদান ঘোষণা করছি।

শামীম ওসমান বলেন, ''আমি ও আমার পরিবার ইতোমধ্যেই অসহায়দের সাহায্যে কাজ শুরু করে দিয়েছি। এতদিন কাজ হয়েছে গোপনে। তবে এ ধরনের কাজগুলো প্রচার হলে অন্যরাও উৎসাহিত হবে। কারণ ১৬-১৭ কোটি মানুষকে সহায়তা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'' করোনা প্রতিরো'ধে নারায়ণগঞ্জবাসীকে অযথা বাইরে বের না হতে আহ্বান জানিয়ে এমপি শামীম ওসমান বলেন, বাইরে ঘুরলেই আপনি বীর পুরুষ হয়ে যাবেন না। তাই বাহাদুরি দেখাতে অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি বন্ধ করে ঘরে থাকুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে