নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো ও আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নি'শ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জো'রদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দে'শ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অব'রু'দ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জ'রুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবর্হি'র্ভূত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্র বাহিনী ও আইনশৃঙ্খলা র'ক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।
গত কয়েকদিনে নারায়ণগঞ্জে করোনা আক্রা'ন্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইইডিসিআর জেলাটিকে ক্লাস্টার (করোনা সং'ক্র'মণ প্র'বণ ও ঝু'কিপূর্ণ এলাকা) ঘোষণা করেছে। মঙ্গলবার পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রা'ন্তের সংখ্যা ৩৮ বলে জানা গেছে। নারায়ণগঞ্জের মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আগে থেকেই লকডাউন ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।