নারায়ণগঞ্জ : সংসদ সদস্য শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪) উদ্যোগে সদর উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৯ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ট্রাকে করে পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় পঞ্চায়েত ও সমাজ কর্মীদের মাধ্যমে এসব খাদ্য বিতরণ করা হয়েছে। সেজন্য শামীম ওসমান গতকাল মুঠোফোনে স্বেচ্ছাসেবী ও জনপ্রতিনিধিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শামীম ওসমান মানুষকে লজ্জা না দিয়ে তাদের ঘরে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ফটোসেশন নয়। ত্রাণও নয়। উপহার পৌঁছে দিন। যারা আমাদের খাদ্যসামগ্রী গ্রহণ করছে তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তারা আমাদের সওয়াবের ভাগীদার করছেন। তারা কেউ অভাবী নন। ছিলেনও না। তারা পরিস্থিতির শি'কার।
তিনি আশ্বস্ত করে বলেন, ফতুল্লায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের পরিবারগুলোর মধ্যে বিতরণের পর এবার সিদ্ধিরগঞ্জে বিতরণ করা হবে। অনেক মধ্যবিত্ত লজ্জায় বলতে পারছেন না। তাই তাদের নাম প্রকাশ না করে ইতিমধ্যে ৪০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জে ঘরে ব'ন্দী কর্মহীন মানুষের জন্য শামীম ওসমান এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা অনুদান ঘোষণা করেন গত ২ এপ্রিল। তার নির্বাচনী আসন নারায়ণগঞ্জ-৪ এর ৭২টি ওয়ার্ড ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় এই তহবিলের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে।