রবিবার, ৩১ মে, ২০২০, ০৭:২১:৫৬

আমার স্ত্রীর অবস্থা সং'কটাপন্ন, লাইফ সাপোর্টে রাখা হয়েছে: কাউন্সিলর খোরশেদ

আমার স্ত্রীর অবস্থা সং'কটাপন্ন, লাইফ সাপোর্টে রাখা হয়েছে: কাউন্সিলর খোরশেদ

নারায়নগঞ্জ থেকে : করোনার এই ক্রা'ন্তিকালে যিনি ছিলেন সাধারণ মানুষের পরম বন্ধু, ধর্মবর্ণ নির্বিশেষে যিনি গভীর রাতেও ছুটে যেতেন কোভিড-১৯ রোগে মা'রা যাওয়া ব্যক্তিদের লা'শ দাফনে। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কাউন্সিলর সেই 'করোনা বীর' মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সস্ত্রীক করোনায় আক্রা'ন্ত।

এখন যু'দ্ধ করছেন নিজের প্রিয়তমা স্ত্রীর জীবন বাঁচাতে। স্ত্রী আফরোজা খন্দকার শনিবার রাত থেকেই লাইফ সাপোর্টে রয়েছেন। কাঁচপুরের সাজেদা হাসপাতালে করোনায় আক্রা'ন্ত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার সং'কটাপন্ন স্ত্রীর পাশে থেকেই সবার কাছে জানিয়েছেন দোয়ার আবেদন। তারা দু'জনই সুস্থ হয়ে ফিরে আসতে চান সবার মাঝে। বাড়িতে রেখে গেছেন আদরের ধন ৩ সন্তানকে।

করোনার হটস্পট হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জে কোভিড-১৯ রোগীর লা'শ যখন স্বজনরাও হাসপাতালে ফেলেই ভ'য়ে পালিয়ে গেছেন, তখন দেশে-বিদেশে মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া কাউন্সিলর খোরশেদ ছুটে যেতেন দাফন ও সৎকারে। একে একে ৬১টি লাশের দাফন ও সৎকার করেছেন তিনি।

বাবার লাশের পাশে ছেলে না থাকায় একজন মুসলমান হয়ে হিন্দু লাশের মুখাগ্নি করে অসাম্প্রদায়িকতার ন'জির স্থাপন করেছেন। রোববার দুপুরে ফোনে নিজের আর স্ত্রীর অবস্থা জানাতে গিয়ে বিন্দুমাত্র বিচলিত হননি এই করোনা বীর। প্রায় ২ মাস ধ'রে করোনা পরিস্থিতির সঙ্গে যু'দ্ধ করে আর সাধারন মানুষের ভালোবাসা, দোয়া যেন অনেক বেশি শক্তিশালী করে তুলেছে তাকে।

কাউন্সিলর মাকসুদ বলেন, আমার স্ত্রী অবস্থা সং'ক'টাপন্ন। আমি সবার কাছে দোয়া চাই। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার ৯০ শতাংশ শ্বাসকার্য এখন সিলিন্ডারের অক্সিজেন সাপোর্টে সম্পন্ন হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করি। শনিবার রাতে আইসিইউতে লাইফ সাপোর্ট চাইলেও সেটি সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে