শনিবার, ১৩ জুন, ২০২০, ০৩:০০:৪৮

হাসপাতালে ঘুরে ঘুরে অ্যাম্বুলেন্সেই মা'রা গেলেন সদ্য 'মা' হওয়া তরুণী

হাসপাতালে ঘুরে ঘুরে অ্যাম্বুলেন্সেই মা'রা গেলেন সদ্য 'মা' হওয়া তরুণী

নারায়ণগঞ্জ: প্রথমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃ'ত্যু হয় এক তরুণীর। মাত্র ১ সপ্তাহ আগে ওই তরুণী এক কন্যা সন্তানের মা জন্ম দেন।

শুক্রবার সকাল থেকে তিন হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে বিকাল ৩টার দিকে মা'রা যান বলে স্বজনরা জানান। এ মৃ'ত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালকে দায়ী করেছেন মৃ'ত উষ্ণের দুলাভাই।

মৃ'ত ইসরাত জাহান উষ্ণ কবি নজরুল কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত ছিল। সে  সোনারগাঁওয়ের  বারদী ইউনিয়নের আলমদী গ্রামের ওয়াহিদ ভূইয়ার মেয়ে।
মূলত শ্বাসকষ্টের কারণে তার মৃ'ত্যু হয়। করোনায় আক্রা'ন্তের ভ'য়ে হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়নি বলে জানিয়েছেন নিহ'তের স্বজনরা।

নিহ'ত ইসরাত জাহান উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরীয়ান ইসমাইল হোসেন জানান, ৬ জুন (শনিবার) সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন উষ্ণ। পরে ১১ জুন (বৃহস্পতিবার) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। সেখান থেকে সোনারগাঁওয়ের আলমদীর বাড়িতে গেলে শুক্রবার সকালে তার খিচুনি উঠে মুখ দিয়ে লালা বের হতে থাকে।

তিনি বলেন, দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউর দোহায় দিয়ে কোন চিকিৎসা দেয়নি। সেখান থেকে উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। ঢামেকেও আইসিইউ খা‌লি না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে সে মা'রা যায়।

ইসরাত জাহান উষ্ণ বারদী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের আওতায় কবি নজরুল কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে