নারায়ণগঞ্জ থেকে : ফুসফুসের সং'ক্র'মণসহ শ্বা'সক'ষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর থেকে ঢাকা মেডিকেলে স্ত্রী রোমানাকে নিয়ে আসেন তার স্বামী। ভর্তির জন্য অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্সে। এ সময় স্বামী তাকে অভ'য় দেন। পরে হাসপাতালে ভর্তি নেওয়াসহ করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতালে ভর্তির আগে অ্যাম্বুলেন্সে অপেক্ষায় থাকা অবস্থায় স্বামী তাকে বেঁচে থাকার সা'হস দিচ্ছিলেন। ওই ঘ'টনার কয়েকটি ছবি ব্যা'পক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে প্রশংসায় ভাসছেন ওই স্বামী। অনেকেই এ ঘটনাকে ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
ফুসফুসের সং'ক্র'মণসহ শ্বা'সক'ষ্টে ভোগা রোমানাকে পরে ভর্তি নেয়া হয় হাসপাতালে। করোনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়। তবে রোমানা করোনায় আ'ক্রা'ন্ত কিনা তা এখনো নি'শ্চিত হওয়া যায় নি।
এদিকে ''বিনা চিকিৎসায় একজনের মৃ'ত্যু নয়'' স্লো'গানে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের সস্তাপুরে অবস্থিত সিভিল সার্জন অফিস ঘে'রাও করে বিক্ষো'ভ প্রদ'র্শন ও সিভিল সার্জন অফিসের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে স্মারকলিপি প্রদান করেছেন গণসং'হতি আন্দো'লনের সদস্যরা। ছবির সূত্র : প্রথম আলো।