নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণের ঘ'টনায় গভীরতম তদ'ন্ত দাবি করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, না'শক'তার আ'শ'ঙ্কা প্রকাশ করছি। তবে আমি বিশে'ষ'জ্ঞ নই। এ বিষয়ে বিশে'ষ'জ্ঞ রয়েছে, তারা তদ'ন্ত করবে। আমার স্বাভাবিক কমনসেন্স বলে এসি সাধারণত ভেতরের দিকে বি'স্ফো'রণ হয় না। বাইরে যে কম্প্রে'সার আছে সেটি বি'স্ফো'রণ হওয়ার কথা।
আজ শনিবার দুপুর দেড়টায় ঘ'টনাস্থল মসজিদে হা'জির হয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। শামীম ওসমান আরো বলেন, বিষয়টির কোন স্বা'ভাবিক তদ'ন্ত করে ছেড়ে দিলে হবে না। ঘ'টনাটি গ্যাস লিকে'জ বা এসি বি'স্ফো'রণ থেকে হয়েছে এরকম বলেই শেষ করে দিলে চলবে না। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা বা'র্ন ও প্লা'স্টিক সা'র্জারি ইনস্টিটিউটে চি'কিৎসা'ধীন অবস্থায় তাদের মৃ'ত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃ'ত্যু হয় জুয়েল নামে এক শিশুর। এরপর রাতে ও আজ সকালে বাকিদের মৃ'ত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ই'নচা'র্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া এ ত'থ্য নি'শ্চিত করেছেন।