সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫:০৬

নারায়ণগঞ্জে মসজিদে ভ'য়াব'হ বি'স্ফোরণের মাঝেও অক্ষত পবিত্র কোরআন

নারায়ণগঞ্জে মসজিদে ভ'য়াব'হ বি'স্ফোরণের মাঝেও অক্ষত পবিত্র কোরআন

নারায়ণগঞ্জে মসজিদে ভ'য়াব'হ বি'স্ফোরণে দ'গ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জন মা'রা গেছেন। দ'গ্ধ বাকি ২১ জনের অবস্থাও আ'শঙ্কা'জনক।

ঘট'নাস্থলে এখনো পড়ে আছে আছে জায়নামাজ, টুপি, তছবি আর চশমা। তবে অক্ষ'ত রয়েছে মসজিদের পবিত্র কোরআন শরীফগুলো। শুধু নেই মসজিদে নামাজ পড়তে আসা মানুষগুলো।

নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদের কোণায় কোণায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে আ'গুনের তা'ণ্ডবের চিহ্ন। কতটা ভ'য়ঙ্ক'র বি'স্ফো'রণের সম্মুখীন হয়েছিলেন নামাজে থাকা মুসল্লিরা, বলে দিচ্ছে পু'ড়ে যাওয়া জায়নামাজ, ভা'ঙ্গা কাঁচ, মসজিদের ছি'ন্ন বিচ্ছি'ন্ন আসবাবপত্র। তবে ধ্বং'সয'জ্ঞের মাঝেও অ'ক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে