নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বি'স্ফো'রণে নিহ'ত ও আহ'ত মুসল্লীদের ক্ষ'তিগ্র'স্ত পরিবারের পাশে দাঁড়াতে দেশবাসী সবার প্রতি আহ্বান জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষ'তিগ্র'স্ত ২০ টি পারিবারের মাঝে আর্থিক অনুদান ও ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় এই নেত্রী এ আহ্বান জানান।
নিপুণ রায় বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সমবে'দনা জানাতে এসেছি। তাদের পক্ষ থেকে আমরা ক্ষ'তিগ্র'স্ত পরিবারকে সমবে'দনা জানিয়েছি। এ বি'স্ফো'রণে পরিবারগুলোর যে ক্ষ'তি হয়েছে তা পূরণ হবার নয়। তারপরও আমরা আর্থিকভাবে কিছু সহায়তা করার চেষ্টা করেছি মাত্র।
তিনি বলেন, আমরা আশ্বাস দিচ্ছি, বিএনপি আপনাদের সুখে দুঃখে পাশে আছে ও থাকবে। আমরা দোয়া করি, যেন এ ক্ষ'তি কা'টিয়ে উঠতে পারেন। আমরা স্বজনহা'রা ক্ষ'তিগ্র'স্ত পারিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেছি। তারা এতোটাই শো'কাহ'ত যে এখন তাদের চোখ দিয়ে পানিও বের হয় না।