নারায়ণগঞ্জ থেকে : সোনারগাঁওয়ের পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে রোববার সকালে বি'দ্যুৎস্প'র্শ হয়ে অর্পণ চক্রবর্তী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃ'ত্যু হয়েছে। সে সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের কুমকুম চক্রবর্তীর একমাত্র ছেলে। এ ঘ'টনায় কৃষ্ণপুরা এলাকায় শো'কের ছা'য়া নেমে আসে।
অর্পণ চক্রবর্তীর পরিবার জানায়, পল্লী বিদ্যুতের মেইন লাইন তাদের ঘরের চালের ওপর দিয়ে টেনে নেয়ায় বাতাসে চালের টিনের সঙ্গে বিদ্যুতের তারের ঘ'র্ষ'ণে তার লিকে'জ হয়ে সম্পূর্ণ ঘর বিদ্যু'তা'য়িত হয়ে পড়ে। এ সময় অর্পণের ছোট বোন আঙিনায় ভেজা কাপড় ছড়াতে গেলে বিদ্যু'স্প'র্শ হয়। এ সময় ছোট বোনকে বাঁচাতে গিয়ে বি'দ্যুস্প'র্শ হয়ে অর্পণ চক্রবর্তীর মৃত্যু হয়।
পল্লী বিদ্যুতের দায়িত্ব অ'বহে'লার কারণে শিক্ষার্থীর মৃ'ত্যুর ঘ'টনায় তার পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে পারিবারিক সূ'ত্র জানায়। সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র অর্পণ করোনা পরি'স্থিতির কারণে ব'ন্ধ রাখা এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।